২০২৩ সালের অক্টোবর থেকেই যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। প্যালেস্তাইনে ইজ়রায়েলি হানা দিয়ে শুরু। তার পর লেবানন। এ বারে ইরানের ফাতা-২ ক্ষেপণাস্ত্রের নিশানায় ইজ়রায়েল। কেন যুদ্ধে জড়াল ইরান? কেন উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া? পশ্চিম এশীয় রাজনীতিতে কোন দেশ কার পক্ষে? বিশ্ব রাজনীতির ছক কি পাল্টাবে সাম্প্রতিক সংঘর্ষে? তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে? আলোচনায় সেন্টার ফর স্টাডিজ় ইন সোশ্যাল সায়েন্সেসের অধ্যাপক মইদুল ইসলাম।