ব্যাটিং অর্ডারে নিজেকে এগিয়ে এনেও রাজস্থানের বিরুদ্ধে দলকে জেতাতে পারলেন না এমএস। অথচ রবিবার ধোনির জন্য মঞ্চ তৈরি ছিল। যখন ব্যাট করতে নামেন, তখন জিততে হলে সিএসকে-র চাই ২৫ বলে ৫৪ রান। টি২০-র যুগে যা জলভাত। সেই জায়গায় ১১ বল থেকে ধোনি করলেন মাত্র ১৬। একটা ছয়, একটা চার মারলেও দলকে জেতাতে পারলেন না। কিন্তু ধোনি ম্যাজিক শেষ হওয়া কি অত সহজ? চলতি আইপিএল-এ এক বারের জন্য হলেও কি দেখা যাবে না সেই পুরনো ধোনিকে?