Junior Doctors

কপিল সিব্বলের বিরুদ্ধে ডাক্তারদের উকিল এ বার ইন্দিরা জয়সিংহ, মঙ্গলবার সুপ্রিম শুনানি

ইন্দিরা জয়সিংহকে নিজেদের আইনজীবী হিসাবে নিয়োগ করার কথা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন অনিকেত মাহাতো, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অন্যতম মুখ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৫৩
Share:
Advertisement

গীতা লুথরা নন, সুপ্রিম কোর্টে এ বার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। আরজি কর মামলায় এখনও পর্যন্ত যুক্ত হয়েছে ৩৪টি পক্ষ। মামলা লড়ছেন কম করে ২০০ জন আইনজীবী। আইনি লড়াইয়ে এই মমলায় যেমন রয়েছেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা, তেমনই রয়েছেন কপিল সিব্বল। রাজ্য সরকারের তরফে কপিল সিব্বলই সওয়াল করছেন। এই মামলায় যুক্ত হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিমের মতো দুঁদে উকিল। আর এ বার রাজ্যের জুনিয়র ডাক্তারদের হয়ে প্রশ্ন করবেন ৮৪ বছরের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। ১৭ সেপ্টেম্বর আরজি কর মামলার চতুর্থ শুনানি। মামলা শুনবে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement