Asian Games 2023

এশিয়াডে মেয়েদের সোনার অভিযান, ক্রিকেট, শুটিং থেকে ঘোড়দৌড়, উজ্জ্বল ভারতীয় কন্যারা

এ বারের এশিয়ান গেমসে চার দিনে মোট ৫টি সোনার পদক জিতেছে ভারতে। যার মধ্যে চারটি এনে দিয়েছেন মহিলা খেলোয়াড়েরাই।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:২১
Share:
Advertisement

তিতাস-রিচা-সুদীপ্তি-দিব্যাকৃতী। এশিয়ান গেমসে সোনার দৌড়ে ভারতকে এগিয়ে রাখছেন দেশের মেয়েরাই। এ বারের এশিয়ান গেমসে পর পর চারটি সোনা জয় ভারতের। এই সোনার দৌড়ে জ্বলজ্বল করছে দেশের মেয়েদের কৃতিত্ব। সোমবার অধিনায়ক হরমনপ্রীত কৌরের নেতৃত্বে তিতাস সাধু, রিচা ঘোষের হাত ধরে সোনা জেতে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তার পর দিন, অর্থাৎ মঙ্গলবার, ইকুয়েস্ট্রিয়ানে ৪১ বছর পর সোনা জিতল ভারত। নেপথ্য কারিগরদের মধ্যে দুই কন্যা— সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ। পাশাপাশি, এ বারের এশিয়ান গেমসে ঝড় তুললেন মহিলা শুটারেরাও। বুধবার মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিংয়ে অব্যর্থ লক্ষ্যভেদ সিফট কউর সামরার। ২৫ মিটারের দলগত পিস্তল ইভেন্টেও সোনা জেতেন ভারতের মনু ভাকের, এষা সিংহ ও রিদম সাঙ্গোয়ান। ব্রোঞ্জ আনলেন আর এক ভারতীয় শুটার আশি চোক্সী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement