Indian Parliament

গ্যালারি থেকে ঝাঁপ অথবা স্লোগান, সংসদে কোনওটাই এই প্রথম নয়, কোন অতীত মনে করাচ্ছে ১৩ ডিসেম্বর

বুধবারের ঘটনা যে সরকারের সমর্থনে প্রদর্শন ছিল না সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এ দিনের ঘটনার গুরুত্ব এবং অভিঘাতও হয়তো অতীতের ঘটনার থেকে বেশি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ২০:২১
Share:
Advertisement

সংসদ ভবনের ভিতরে ঢুকে স্লোগানের ঘটনা নতুন নয়। আজ থেকে ২৯ বছর আগেও ঠিক ও ভাবেই প্রতিবাদ জানানোর ঘটনা ঘটেছিল। তাও পরপর দু’বার। বুধবারের ঘটনা যে সরকারের সমর্থনে প্রদর্শন ছিল না সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এ দিনের ঘটনার গুরুত্ব এবং অভিঘাতও হয়তো অতীতের ঘটনার থেকে বেশি। সংসদে হানার নেপথ্যে ছিল বিশাল পরিকল্পনা। প্রায় ১৮ মাস ধরে তৈরি হয়েছিল সেই ছক। দফায় দফায় বৈঠকে বসেছিলেন অভিযুক্তেরা। তদন্তে নেমে এমনটাই জেনেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement