Asian Games 2023

এশিয়াডে সোনার দৌড়, তিতাস-রিচার পরে এ বার অনুশ, দলগত বিভাগে পর পর দু’দিন ভারত শীর্ষে

সোমবারের পর ফের মঙ্গলবার। দলগত বিভাগে সোনা জয় ভারতের।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৩৬
Share:
Advertisement

মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানের ড্রেসেজ ইভেন্টে সোনা জিতল ভারত। ভারতকে ওই দলগত বিভাগে জয় এনে দিলেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল। সোমবার বাংলার তিতাস সাধু ও রিচা ঘোষের হাত ধরে সোনা জিতেছিল ভারতীয় মেয়েদের ক্রিকেট দল। মঙ্গলবার ফের এক বার দলগত প্রতিযোগিতায় নিজেদের দাপট দেখালেন ভারতীয় খেলোয়াড়েরা। এ দিনের কৃতিত্বের অংশীদার বাংলার আর এক সন্তান— অনুশ।

২০২২ সালে হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পিছিয়ে যায় এশিয়ান গেমস। সেই খেলাই শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। শেষ বারের এশিয়ান গেমসে, অর্থাৎ ২০১৮ সালের জাকার্তায় ৭০টি পদক জিতেছিল ভারত, যার মধ্যে ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ। এ বারে কটি পদক জিতে ঘরে ফেরেন ভারতীয় খেলোয়াড়েরা, সে দিকেই নজর সকলের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement