একদিনের আন্তর্জাতিকে ৫টি বিশ্বকাপ, ২টি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতে নিল অস্ট্রেলিয়া। দ্য ওভালে ভারতকে ২০৯ রানে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল ডন ব্র্যাডম্যানের দেশ। অন্যদিকে পরপর দু’বার ফাইনালে উঠেও ভারতের হাতছাড়া হল লাল বলের ক্রিকেট আইসিসি-র শ্রেষ্ঠ শিরোপা। ২০১৯-২১ ক্রিকেট বর্ষে নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরেছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। সেই স্মৃতি ফিরিয়ে ব্যাটিং বিপর্যয়কে ধারাবাহিক রেখে চলতি ক্রিকেট বর্ষেও ফাইনাল হারল রোহিত শর্মার নেতৃত্বাধীন ‘টিম ইন্ডিয়া’। সাদাম্পটনে নিউজিল্যান্ডের কাইল জেমিসনের বলে ‘আত্মসমর্পণ’ করেছিল ভারতীয় ব্যাটিং। আর ওভালে ভারতীয় ব্যাটিংকে ‘খুন’ করল স্কট বোলান্ড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের বিধ্বংসী পেস এবং সুইং। দ্বিতীয় ইনিংসে নাথান লায়নের সামনেও দাঁড়াতে পা কাঁপল ভারতীয় ব্যাটারদের। চতুর্থ ইনিংসে ৪৪৪ রান তাড়া করতে নেমে ২৩৬ রানেই শেষ হল ভারতীয় ইনিংস। পঞ্চম দিনের শুরুতে ভারতীয় ব্যাটাররা খেললেন মাত্র ২৩ ওভার ৩ বল। ৭০ রানেই খোয়া গেল ৭ উইকেট। অনায়াসেই জয় ছিনিয়ে নিলেন স্টিভ স্মিথরা। আর এই জয়ের মধ্যে দিয়েই একমাত্র দল হিসাবে আইসিসি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া।
দল: অস্ট্রেলিয়া ভারত
প্রথম ইনিংস: ৪৬৯ ২৯৬
দ্বিতীয় ইনিংস: ২৭০/৮(ডি) ২৩৪