২০১৮ সালের পর আবার ২০২২। প্রথম দফায় ৮০০, এবারে তার সঙ্গে যুক্ত হল আরও ৬৩টি নাম। ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চাশেরও বেশি পর্ন ওয়েবসাইট। ডেস্কটপ, মোবাইল, ট্যাব — কোনও ডিভাইসেই তালিকায় উল্লেখিত পর্ন ওয়েবসাইটগুলো আর দেখা যাবে না। ২০২১ সালের নতুন তথ্যপ্রযুক্তি আইন (আইটি অ্যাক্ট ২১) অনুযায়ীই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।