অল ইন্ডিয়া রেডিয়োর একটি ঘোষণায় মাথায় আকাশ ভেঙে পড়ে! প্রাক-স্বাধীনতার সন্ধ্যায় জানিয়ে দেওয়া হয়, নদিয়া জেলার বেশ খানিকটা অংশ মানচিত্রে পূর্ব পাকিস্তানের অন্তর্গত বলে চিহ্নিত হয়েছে। র্যাডক্লিফ সাহেবের তৈরি করা মানচিত্রের ‘ভুল’-এর কারণে এই কাণ্ড। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, কৃষ্ণনগর রাজবাড়ির তৎপরতা এবং বাংলার নেতাদের প্রচেষ্টায় প্রত্যাহার হয় সিদ্ধান্ত। ১৯৪৭ সালের ১৭ অগস্ট বিকেলে ঘোষণা করা হয়, কৃষ্ণনগর এবং রানাঘাট ভারতেরই অংশ। সেই স্মৃতিতে এখনও নদিয়ার রানাঘাট, শান্তিপুরের বেশ কিছু অংশে ১৮ অগস্ট পালন করা হয় স্বাধীনতা দিবস। পতাকা উত্তোলন থেকে নৌকা বাইচ, পদযাত্রা, বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপন করেন স্থানীয়েরা।
নদিয়া জেলা ১৮ আগস্ট কমিটির সম্পাদক অঞ্জন সুকুল জানান, ‘‘অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তিন দিনের অনিশ্চয়তা কাটিয়ে ১৮ অগস্ট ভারতের অন্তর্ভুক্ত হয় শিবনিবাস ও শান্তিপুরের বেশ কিছু অংশ। আমরা সেই দিনের স্মৃতি মনে রেখে আজও ১৮ অগস্টকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি।’’ নবতিপর রমণী বিশ্বাস বলেন, ‘‘আজও মনে আছে সেই স্মৃতি। পাকিস্তানের ফৌজ প্রায় দখল নিয়েছে গোটা এলাকা। বাবা-মায়ের হাত ধরে আমরা তখন কৃষ্ণনগর রাজবাড়ির পথে। হঠাৎ শুনলাম শিবনিবাস ভারতেই থাকছে। সে দিনের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না।’’