পরিবেশগত দিক থেকে পৃথিবীর মোট কার্বন দূষণের ২৭ শতাংশ তৈরি হয় পরিবহন ব্যবস্থার মাধ্যমে। এই অবস্থায় বদল আনতে দরকার একটু পরিকল্পনার, জানাচ্ছেন কলকাতার ‘বাইসাইকেল মেয়র’ মেয়র শতঞ্জীব। ২০০৮ সাল থেকে শহরের অধিকাংশ রাস্তায় নিষিদ্ধ করা হয় সাইকেল। ২০২০ সালে লকডাউনের সময়ে ফের সাইকেল মানুষের জীবনে অপরিহার্য হয়ে ওঠে। কোভিড-কাঁটা সরে যেতেই ফের সাইকেলে নিষেধাজ্ঞা। শুরু হয় পুলিশি ধরপাকড়। প্রতি বছর জুন মাসে বিশ্ব বাইসাইকেল দিবস পালিত হয়। শহরে সাইকেলের ভবিষ্যৎ কী, খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।