হঠাৎই কয়েক সেকেন্ডের তীব্র ঝড়। যার জেরে তছনছ হয়ে গেল কার্যত গোটা গ্রামই। ২০ সেকেন্ড মতো স্থায়ী থাকা ওই ঝড়ে ভাঙল বহু ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি। শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালি সরবেড়িয়া আগারটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আছড়ে পড়েছে ওই ঝড়। গ্রাম লন্ডভন্ড হওয়ার খবর পেয়েই বৃষ্টিমাথায় ঘটনাস্থল পরিদর্শনে যান সন্দেশখালি-১ ব্লক তূণমূল সভাপতি তথা সন্দেশখালির পর্যবেক্ষক শেখ শাহজান। ঘটনাস্থল পরিদর্শন করে আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করেন তিনি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকারও আশ্বাস দেন।
স্থানীয়দের বক্তব্য, মাত্র ২০ সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা। ভেঙে পড়েছে একাধিক বাড়ি। নিম্নচাপের বৃষ্টির মধ্যে গৃহহারা অনেকে। তাঁদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রসঙ্গত, অতীতে সন্দেশখালি ও সংলগ্ন এলাকায় ‘মিনি টর্নেডো’-এর জেরে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।