আবারও পুরনো ঐতিহ্য ‘সাং’ ফিরে পেল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী। সন্ধ্যে হতেই পারিবারিক পুজোর প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে শুরু হয় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী নিরঞ্জন শোভাযাত্রা। দশমীর সকালে ঘট ভাসানের পর থেকেই শুরু হয়ে যায় প্রস্তুতি। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর প্রধান ঐতিহ্য ঘট ভাসান ও প্রতিমা নিরঞ্জন। প্রাচীন প্রথা মেনে সব প্রতিমাকেই কৃষ্ণনগর রাজবাড়ির নহবতখানা ছুঁয়ে নিয়ে যাওয়া হয় জলঙ্গী নদীর কদমতলা ঘাটে, সেখানেই শেষ হয় বিসর্জন পর্ব। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন শোভাযাত্রার বিশেষত্ব বাঁশের তৈরি মাচা, যার পোশাকি নাম সাং। বেহারাদের কাঁধে চেপে রাজবাড়ী ছুঁয়ে কদমতলা ঘাটে পৌঁছায় প্রত্যেকটি প্রতিমা। প্রতি বছরের মতো এবারেও শোভাযাত্রায় মানুষের ঢল নামে।