প্রতিবেদন: সুদীপ্তা
আরও একটা হার। গোটা প্রতিযোগিতা ভাল খেলে ফাইনালে এসে ভরাডুবি। ঠিক যেমনটা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে। পাকিস্তানের কাছে হেরেছিল বিরাটের ভারত। আমদাবাদেও হার (২০১৭)। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথম রোহিত শর্মাদের ব্যাট করতে পাঠান অসি অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রানে অল আউট হয়ে যায় ভারতীয় একাদশ। রোহিত শর্মা (৪৭), বিরাট কোহলি (৫৪), কেএল রাহুল (৬৬) রান পেলেও আশানুরূপ ব্যাট করতে পারেননি শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদবরা। বোলিংয়েও ব্যর্থ মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। একাই ভারতীয় বোলিংয়ের কোমর ভেঙে দিলেন অসি ওপেনার ট্রাভিস হেড। শতরান করে (১৩৭) ম্যাচের নায়ক তিনিই। ৫৮ রানের অপরাজিত মার্নাস লাবুশেন।