ইজ়রায়েলি হানায় ভেঙে পড়ছে প্যালেস্তাইনের স্বাস্থ্যব্যবস্থা। নীচে হামাসের বাঙ্কার আছে, এই অভিযোগে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা অবরোধ করে রেখেছে ইজ়রায়েল ডিফেন্স ফোর্স। ইজ়রায়েলের সামরিক আক্রমণে গোটা গাজা জুড়েই জ্বালানি সরবরাহের ব্যবস্থা বিপর্যস্ত। ব্যাহত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহও। হাজারেরও বেশি রোগী ও স্বাস্থকর্মীকে অন্যত্র সরানো গেলেও এখনও শিফায় আটকে রয়েছেন শতাধিক রোগী, শিশু এবং স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। গত কয়েক দিনে চিকিৎসার অভাবে তাঁদের অনেকেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্যালেস্তিনীয় স্বাস্থ্যমন্ত্রক। আগামী দিনে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ত্রাণসংস্থাগুলির। এই পরিস্থিতিতে আল-শিফাকে রক্ষা করার বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।