ভুটানে লাগাতার বৃষ্টি। তার জেরে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি নদীতে জলস্রোত এখন প্রবল। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকেছে কয়েকটি জনবসতি এলাকায়। পাশাপাশি, কিছু এলাকায় চাষের জমিও এখন জলের তলায় চলে গিয়েছে। রবিবার ধূপগুড়িতে গিলাণ্ডি নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গিয়েছে এক কিশোর। তিস্তা এবং জলঢাকা নদীতে হলুদ সঙ্কেত জারি করেছে প্রশাসন।