আরজি কর আন্দোলনের শুরু থেকেই ‘থ্রেট কালচার’ নিয়ে তোলপাড়। কী এই হুমকির সংস্কৃতি? ৫ অক্টোবর আরজি কর কর্তৃপক্ষ ৫১ জন চিকিৎসককে হুমকির সংস্কৃতির সঙ্গে জড়িত বলে সাসপেন্ড করে। সেই সাসপেনশনের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সরকারকে না জানিয়ে সাসপেনশনের সিদ্ধান্তও কি ‘থ্রেট কালচার’ নয়? সোমবারের বৈঠকে এ প্রশ্ন করেন খোদ মুখ্যমন্ত্রী। কেন ওই ৫১ জনকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা? হাই কোর্টের নির্দেশের পর কী বলছেন তাঁরা?