প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: অসীম
জানলার নীল শার্সি টুকরোটুকরো হয়ে ছড়িয়ে আছে। কংক্রিটের দেওয়াল ভেঙে উপড়ে এসেছে ফ্রেম-সহ দরজা। উড়ে গিয়েছে সিঁড়ির উপরের টিনের চাল। এটা বিস্ফোরণে তাসের ঘরের মতো ভেঙে পড়া বাজি কারখানার ছবি নয়, তার উল্টো দিকের একটি বাড়ির চেহারা। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে প্রতিবেশীর স্বপ্ন। ক্ষতিগ্রস্ত সেই সব গ্রামবাসীদের প্রশ্ন, “অন্যের দোষে তাঁদের কেন এ ভাবে শাস্তি পেতে হবে?”