বিরানব্বইয়ের বাবরি ভাঙার ঘটনা এখন অতীত। স্বাধীনতার পর দেশের সব থেকে বড় বিতর্কে আপাতত ইতি। প্রতিশ্রুতি রক্ষার্থে চব্বিশের নির্বাচনের আগেই প্রতিষ্ঠিত হল রামলালার মন্দির। আর তাঁবু খাটিয়ে থাকতে হবে না, রামলালার জন্য নবনির্মিত মন্দিরের দ্বার খুলে দিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে জমি বিতর্কে রামলালার পক্ষে রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়। জমির মালিকানা পান ‘রামলালা’। তারপরই মন্ত্রিসভার সম্মতিক্রমে মন্দির নির্মাণ ট্রাস্ট গঠন করে কাজ শুরু করে বিজেপি সরকার। ২০২০ সালে রামজন্মভূমিতে মন্দির নির্মাণের উদ্দেশে শিলান্যাস করেন নরেন্দ্র মোদী। চার বছরের মধ্যেই সেই মন্দির তৈরি করে নিজের প্রতিশ্রুতি রাখলেন দেশের প্রধানমন্ত্রী।