Diwali

মাটির প্রদীপের চাহিদা তুঙ্গে, তবু হাসি নেই প্রদীপ শিল্পীদের মুখে

দীপান্বিতা অমাবস্যার অন্ধকার দূর করতে চাহিদা তুঙ্গে মাটির প্রদীপের, ঊর্ধ্বমুখী চাহিদাতেও মুখম্লান প্রদীপ শিল্পীদের। মাটির বর্ধিত মূল্য ও শ্রমিকের মজুরি চুকিয়ে ঘরে ফিরবে তো লক্ষ্মী! চিন্তায় নদিয়ার মৃৎশিল্পীরা।

নিজস্ব সংবাদদাতা
নদিয়া শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২২ ১৭:০২
Share:
Advertisement

কালীপুজোর রাতে বাড়ি সাজাতে ঝোঁক বাড়ছে মাটির প্রদীপের প্রতি। পর্যাপ্ত চাহিদাতেও মুখে হাসি নেই কুমোর পাড়ার মৃৎশিল্পীদের। গত এক বছরে প্রদীপের মূল উপাদান মাটির দাম বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। শুধু মাটির দামই নয় বেড়েছে শ্রমিকের মজুরি। দোকানের পৌঁছে দেওয়ার পরিবহণ ব্যয় বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। সে কারণে ঊর্ধ্বমুখী চাহিদাতেও মুখ ম্লান প্রদীপ শিল্পীদের। মাটির বর্ধিত মূল্য ও শ্রমিকের মজুরি চুকিয়ে ঘরে ফিরবে তো লক্ষ্মী, চিন্তায় নদিয়ার মৃৎ শিল্পীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement