প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: বিজন
সন্দেশখালি নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। ৫ জানুয়ারি সকাল সাড়ে সাতটা, রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। শাহজাহানের বাড়িতে ডাকাডাকির পরেও কোনও সাড়া না মেলায় দরজা ভাঙার সময় ইট, পাথর, লাঠি নিয়ে গ্রামবাসীরা চড়াও হন ইডি কর্তাদের উপর। ওই ঘটনায় জখম হন তিন ইডি কর্তা। এর পরেও পাওয়া যায়নি শেখ শাহাজাহানকে। সন্দেশখালির ঘটনার প্রায় ১০ দিন পর ‘খোঁজ মিলল’ শাহাজাহানের। সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত শাহজাহান হাই কোর্টকে জানান, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। কারণ, তিনি চান এই ঘটনায় তাঁর বক্তব্যও শোনা হোক। কী প্রতিক্রিয়া উচ্চ আদালতের বিচারপতির?