প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখার অবস্থান, যার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দু’দিন তাপমাত্রার তেমন কোনও তারতম্য না দেখা দিলেও শুক্রবার থেকেই ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করছে মৌসম ভবন। হাওয়া অফিসের অধিকর্তা সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তরবঙ্গের ৫টি জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক ভাবে বেশি থাকবে। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছেন সৌরীশ।