প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
গর্ভাবস্থায় থাইরয়েড থাকা মানেই তা বিপজ্জনক। তাতে ক্ষতি হতে পারে গর্ভস্থ শিশুর। তাই নিয়মিত থাইরয়েডের ওষুধ খাওয়া অত্যন্ত জরুরি বলছেন স্ত্রীরোগ চিকিৎসক। শুধু গর্ভাবস্থায় নয়, বারবার গর্ভপাত, হাজার চেষ্টা করেও মা হতে না পারার অন্যতম কারণ হতে পারে থাইরয়েড। থাইরয়েড হলে কী ভাবে সুস্থ থাকবেন, উপায় জানালেন স্ত্রীরোগ চিকিৎসক মল্লিনাথ মুখোপাধ্যায়।