জ্ঞানবাপী মামলা: বৃহস্পতিবার মসজিদ কমিটির আবেদন শুনবে বারাণসীর আদালত
এক বছরও পুরো কাটেনি। জ্ঞানবাপী মসজিদের জমি কাশী বিশ্বনাথ মন্দিরের জমি বলে আদালতে এখন মামলা জমা পড়েছে। গত বছর সেই জ্ঞানবাপী মসজিদ কর্তৃপক্ষ নিজেদের একাংশ জমি কাশী বিশ্বনাথ ধাম করিডর নির্মাণের জন্য ছেড়ে দিয়েছিলেন।এখন আদালতে দাবি উঠেছে, বারাণসীর জ্ঞানবাপী মসজিদের জমি কোনও দিনই ওয়াকফ সম্পত্তি ছিল না। কিন্তু এক বছর আগে কাশী বিশ্বনাথ ধাম করিডর তৈরির জন্য মন্দির ট্রাস্ট মসজিদের সামনের জমি পেতে উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সঙ্গেই চুক্তি করেছিল। জ্ঞানবাপী মসজিদ পরিচালন কমিটির সদস্যরা বলছেন, সম্প্রীতির বার্তা দিতেই তাঁরা মসজিদের সামনের কিছুটা জমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত কাশী বিশ্বনাথ ধাম করিডরের জন্য ছেড়ে দেন। তবে এক বছরের মধ্যে পুরো মসজিদটাই যে ছেড়ে দেওয়ার দাবি উঠবে, তা তাঁরা তখনও টের পাননি।