Ganesh Pujo

Ganesh chaturthi 2022: উমা আসার আগেই গণপতিকে নিয়ে উন্মাদনা মুম্বইতে

বাণিজ্যনগরী মুম্বইতে তোড়জোড় শুরু হয়েছে গণপতি বন্দনার। গণপতি বাপ্পার মূর্তি তৈরির কাজ চলছে পুরোদমে।

সংবাদসংস্থা
হায়দরাবাদ, মুম্বই শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২২ ২১:৪১
Share:
Advertisement

দুর্গাপুজোর আর বেশি দিন বাকি নেই।ক্যালেন্ডার বলছে, হাতে মাত্র এক মাস। উমা আসার আগেই ছেলে গজানন আসবেন মর্ত্যে। তারই প্রস্তুতি চলছে বিভিন্ন শহরে। বাণিজ্যনগরী মুম্বইতে তোড়জোড় শুরু হয়েছে গণপতি বন্দনার। গণপতি বাপ্পার মূর্তি তৈরির কাজ চলছে পুরোদমে। শিল্পীর তুলির টানে প্রাণ পাচ্ছে মাটির প্রতিমা। পরিবেশবান্ধব মূর্তি তৈরির কাজ চলছে হায়দরাবাদেও।চলছে শেষ মুহূর্তের কাজ।অন্যান্য শহরের তুলনায় মুম্বইতে গণপতি বাপ্পার পুজোর ব্যাপারই আলাদা। দশ দিন ধরে চলে গণেশ পুজো। সিদ্ধিবিনায়ক থেকে লাল বাদশাহ— একের পর এক মনোহারি চোখ ধাঁধানো রূপ। আর তাতেই মুগ্ধ গোটা দুনিয়া। সব মিলিয়ে গণপতির আপ্যায়নে সাজ সাজ রব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement