বর্ষায় ঘন ঘন পেটের গোলমাল হলে কী করবেন? কী ভাবে সতর্ক থাকবেন, জানাচ্ছেন চিকিৎসক
রোজের বাড়ির খাবার খেয়েও অনেকের বদহজম হয়ে যাচ্ছে ইদানীং। ভোগাচ্ছেও বেশ কিছু দিন। শুরুতে খিদে কমে যাওয়া, বদহজম, তার পরই পেটখারাপ। বার বার বাথরুম দৌড়াতে হচ্ছে। অনেকের বমি বমি ভাব, কারও বা বারে বারে বমি। পেটের সমস্যায় জর্জরিত অনেকেই। এ রকম উপসর্গ হলে শরীরে জলশূন্যতা ও খনিজে অভাব হওয়ার ঝুঁকি বেড়ে যায়, বলে জানালেন ইন্টারনাল মেডিসিন ও ক্রিটিক্যাল কেয়ারের চিকিৎসক সৌতিক পাণ্ডা।