সমাজমাধ্যমের ব্যবহার কি নিষিদ্ধ হতে চলেছে ফ্রান্সেও? ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরেঁর সাম্প্রতিক মন্তব্যে তেমনিই ইঙ্গিত। “সমাজমাধ্যমই তরুণ প্রজন্মের অবক্ষয়ের জন্য দায়ী”, মন্তব্য করেন মাকরঁ। মঙ্গলবার প্যারিসে নাইল নামে ১৭ বছরের এক আফ্রিকান-মরোক্কান তরুণকে লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। যদিও পুলিশের অভিযোগ ছিল, ট্রাফিক আইন অমান্য করেছিলেন ওই তরুণ। আর সেই জন্যই গুলি চালানো হয়েছিল। পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে জনতা। সরকারি হিসাব অনুযায়ী, শুধুমাত্র বৃহস্পতিবার রাতেই সে দেশে প্রায় ৫০০ ভবনে আগুন লাগিয়েছেন বিক্ষুব্ধরা। পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় দু’হাজার গাড়ি। পুড়িয়ে দেওয়া হয়েছে প্যারিসের বৃহত্তম গ্রন্থাগারও। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, সরকারি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ দাবি করেন, যুব সমাজকে বিপথে চালিত করছে সমাজমাধ্যম। তার এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে চিন, দক্ষিণ কোরিয়ার মতো এ বার ফ্রান্সও কি একই পথে হাঁটবে?