আজ থেকে আঠেরো ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার
১৫০টি কেন্দ্রের মধ্যে ৯৮টি কোভিশিল্ড, ৩৫টি কোভ্যাক্সিন এবং ১৭টি কোর্বেভ্যাক্স প্রতিষেধক প্রদান কেন্দ্র শুক্রবার থেকে চালু থাকবে। পরিসংখ্যান বলছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কলকাতায় ১৮ বছরের ঊর্ধ্বে বুস্টার ডোজ় পাওয়ার কথা রয়েছে ৪৬,৯১৯৩৮ জনের। তাঁদের মধ্যে ৬,৫৪৯০৬ জনের কোভ্যাক্সিন এবং ৪০,৩৭০৩২ জনের কেভিশিল্ডের বুস্টার ডোজ় নেওয়ার কথা। প্রসঙ্গত, বর্তমানে এই দু’টি প্রতিষেধকেরই বুস্টার ডোজ় দেওয়া হচ্ছে। ছোটদের ক্ষেত্রে (১৮ বছরের কম বয়সি) কোর্বেভ্যাক্সের প্রথম ডোজ় দেওয়া হচ্ছে।