Bengal SSC Recruitment Case
সন্তানকে ছেড়ে লড়াইয়ের ময়দানে মা, রুটিরুজির প্রশ্নে অনশনে বসলেন চার শিক্ষক
শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষোভস্থলেই অনির্দিষ্টকালের জন্য অনশনে বসলেন চাকরিহারা চার শিক্ষক।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৪ ২০:৪৫
আপাতত শহীদ মিনার তাঁদের ঠিকানা। গত ২২ এপ্রিল কলকাতা হাই কোর্টের রায়ে বাতিল হয়েছে ২৫৭৫৩ শিক্ষকের চাকরি। ২ মে অনশনে বসলেন চাকরিহারা চার শিক্ষক। এসএসসি এখনও যোগ্যদের তালিকা প্রকাশ করেনি। সেই তালিকা প্রকাশের দাবি তুলছেন অনশনরত শিক্ষকেরা। এসএসসি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে প্রায় ২৬ হাজার চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মী।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)