West Bengal SSC Scam

‘আমি নির্দোষ’, নিজের জেল মুক্তির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পার্থর

এক বছর পার। ২৩ জুলাই,২০২২, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যরাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তখন থেকে তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৩ ২০:৫১
Share:
Advertisement

নিজেকে নির্দোষ দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্য চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘আমি নিয়োগকর্তা নই, সুপারিশকর্তা নই। আমার বাড়ি থেকে অর্থ উদ্ধার হয়নি।’’ আরও বলেন, "কোনও ব্যাপারের সঙ্গে ছিলাম না। বিচারের নামে প্রমাণ ছাড়া যা খুশি তাই বলছে।" শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বছরের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ২৩ জুলাই মধ্যরাতে গ্রেফতার করা হয় পার্থকে। পার্থ ঘনিষ্ঠ মহলে আক্ষেপের সুরে বলেন, "এক বছর ধরে জেলের ভিতরে আছি। আর বেরোতে পারব কিনা জানি না। জীবনের শেষ কিছুদিন এই ভাবে কেড়ে নেওয়া হচ্ছে।"

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement