প্রতিবেদন: সুদীপ্তা
দিন আনি দিন খাই মানুষ সব। নিজেদের ঠাঁই করে নিয়েছিলেন পাটুলি উপনগরীর কাছের ব্রিজি পূর্ব মণ্ডলপাড়ার বস্তিতে। অনেকেই তিল তিল করে টাকা জমাচ্ছিলেন নিজের পাকা বাড়ি বানানোর জন্য। সোমবার সকালের আগুনে সব পুড়ে ছাই। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে। সূত্রের খবর, বস্তির একটি ঘরের জ্বলন্ত প্রদীপ থেকেই আগুন লাগে। খবর যায় দমকল দফতরে, ঘটনাস্থলে এসে পৌঁছয় পাঁচটি ইঞ্জিন। কেউ গুরুতর আহত হননি বলেই খবর। ঘরছাড়া প্রায় দেড়শ জনের জন্য এলাকায় একটি অস্থায়ী শিবিরের বন্দোবস্ত করেন ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরোজকুমার মণ্ডল।