হায়দরাবাদের ফুসফুস উপড়ে তথ্যপ্রযুক্তি পার্ক করার পরিকল্পনা রেবন্ত রেড্ডি সরকারের। প্রতিবাদে সরব হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে সাধারণ মানুষ। কোন ভবিষ্যতের অপেক্ষায় কাঞ্চা গাচ্চিবওলি?
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১৮:০৪
Share:
Advertisement
‘অক্সিজেন বিক্রি
নেই’ স্লোগান হাতিয়ার করে বনভূমি বাঁচাতে নামেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
জল-জঙ্গল-বন্যপ্রাণ নিয়ে প্রায় চারশো একর এলাকার এক ঘন সবুজ পরিবেশ। অভিযোগ,
কর্পোরেট দৈত্য আর
রাজনৈতিক ক্ষমতা হাত ধরাধরি করে সেই জায়গাকে গিলে খেতে চাইছে।