এ এমন এক সময় যেন চারপাশে কেবলই ঘৃণা, প্রতিহিংসা, পরশ্রীকাতরতার ছড়াছড়ি। মানুষ যেন ভুলে যাচ্ছে ভালবাসতে। কিংবা ভালবাসলেও তার কোথাও না কোথাও যেন রয়ে যাচ্ছে খাদ। অথচ ঘৃণা হয়ে উঠছে সর্বপ্লাবী, নিখাদ। তা সে ব্যক্তিজীবন হোক কিংবা সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কিংবা শিল্প, সাহিত্য, খেলাধুলো। সব জায়গাতেই সৌহার্দ্য, ভালবাসা যেন নির্বাসনে। বিভেদ, বিদ্বেষ, ঘৃণা যেন সোচ্চার, উচ্চকিত।এমন সময়ে ভালবাসার উদ্যাপন বড় জরুরি বলেই মনে করেন বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় লেখক ও ছবি নির্মাতা সাদাত হোসাইন। তাঁর মতে, মানুষ ভালবাসতে শিখলেই ঘৃণা যাবে নির্বাসনে।