vice chancellor

অর্ডিন্যান্স মেনেই গড়া হোক সার্চ কমিটি, দাবি প্রাক্তন উপাচার্যদের

উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, পরবর্তী শুনানি ৬ অক্টোবর।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ২০:৫০
Share:
Advertisement

অর্ডিন্যান্স মেনেই তৈরি হোক উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি। দাবি প্রাক্তন উপাচার্যদের। স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য প্রয়োজন সার্চ কমিটির। ২০২৩ সালে নতুন করে সার্চ কমিটি গড়ার জন্য মন্ত্রীসভায় অর্ডিন্যান্স পাশ হয়। পরে সেটি বিল আকারে পেশ করা হয় বিধানসভায়। সংখ্যাগরিষ্ঠের সমর্থনে তা পাশ হওয়ার পরে রাজ্যপালের কাছে বিলটি পাঠানো হয়। রাজ্যপাল সেই বিলে সই করেননি বলে অভিযোগ রাজ্যের। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে সুপ্রিম কোর্টে গড়ায় মামলা।

নতুন সার্চ কমিটি গড়ার জন্য রাজ্যপাল, রাজ্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ৫ জন শিক্ষাবিদের নাম চায় সুপ্রিম কোর্ট। আর সেই প্রসঙ্গেই প্রাক্তন উপাচার্যদের দাবি, অর্ডিন্যান্সই আইন। উপাচার্য নিয়োগের সার্চ কমিটি হোক অর্ডিন্যান্স মেনেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement