প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
এক সময়ের ফরাসডাঙা, আজকের চন্দননগর। হুগলি নদীর তীরবর্তী এই বর্ধিষ্ণু জনপদের জগৎজোড়া নাম তার আলোকসজ্জার জন্য। দুর্গাপুজো, কালীপুজো অথবা জগদ্ধাত্রী পুজো - বাংলার উৎসব সেজে ওঠে চন্দননগরের আলোয়। বহু বিবর্তনের পথ পেরিয়ে আজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে চন্দননগরের আলো? ভবিষ্যৎ নিয়ে কতটা আশাবাদী ফরাসডাঙার আলোর জাদুকরেরা? বিশেষ প্রতিবেদন আনন্দবাজার অনলাইনে।