‘কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের জন্য স্পষ্ট বিধি’ লাগু করার সিদ্ধান্ত গ্রহণ করল ইউরোপীয় ইউনিয়ন। এটি একটি ‘ঐতিহাসিক’ সমঝোতা বলে দাবি করেছেন ইউরোপীয় কমিশনার তিয়েরি ব্রেতঁ। ইউরোপীয় পার্লামেন্টে এই বিতর্কের মূল উদ্যোক্তা ছিলেন স্পেনের সেক্রেটারি অফ স্টেট ফর এআই কার্মে আর্তিগাস। আর্তিগাস জানিয়েছেন, ‘এআই’ নিয়ন্ত্রণে আইন আনার প্রস্তাবের পাশে দাঁড়িয়েছে জার্মানি এবং ফ্রান্স-ও। দেশের সুরক্ষার নামে নিরাপত্তা বাহিনীর অনিয়ন্ত্রিত এআই প্রযুক্তি ব্যবহারেও রাশ টানবে ওই আইন। তবে ২০২৫ সালের আগে ‘এআই’ নিয়ন্ত্রণে কোনও সরকারি বিধি চালু হওয়ার সম্ভাবনা কম।