কলেজ স্ট্রিট। এশিয়ার বৃহত্তম বইবাজার। যেখানে নতুন বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকে পুরনো বইয়ের নস্টালজিয়া। প্রায় দেড় কিলোমিটার রাস্তা জুড়ে কেবল বই। বিধান সরণি থেকে বৌবাজার নির্মল চন্দ্র স্ট্রিটের আগে পর্যন্ত এমজি রোড ক্রসিং এবং সূর্য সেন স্ট্রিট ক্রসিং। বই বাজার। সময়ের সঙ্গে বদলে যাচ্ছে তার ধরণ।