নাসা বলছে আগে কোনও জুলাই মাসে এ রকম গরমের অভিজ্ঞতা হয়নি ইউরোপবাসীর। তাপপ্রবাহ চলছে গ্রিস, ফ্রান্স, স্পেন-সহ ইউরোপের বহু দেশেই। দাবানলের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত দমকলকর্মীরা। এল নিনো বছর হওয়ার কারণে ২০২৩-এ স্বাভাবিক তাপমাত্রা গড়ের তুলনায় বেশি থাকবে বলেই জানিয়েছিলেন বিজ্ঞানীরা। বিশেষজ্ঞদের দাবি, ২০২৩-ই হতে চলেছে পৃথিবীর ইতিহাসে উষ্ণতম বছর।