elephant

নয়াগ্রামের জঙ্গল থেকে লোকালয়ে হাতি, বাড়ির দরজা ভেঙে খাবার চুরির

নয়াগ্রামের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এলেছে একটি হাতি। দাপিয়ে বেড়াচ্ছে মোহনপুর এলাকায়। কখনও ধান জমিতে ঢুকে পড়ছে। কখনও লোকালয়ে চলে আসছে।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৩৫
Share:
Advertisement

নয়াগ্রামের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এলেছে একটি হাতি। দাপিয়ে বেড়াচ্ছে মোহনপুর এলাকায়। কখনও ধান জমিতে ঢুকে পড়ছে। কখনও লোকালয়ে চলে আসছে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাড়ির দরজা ভেঙে খাবার সংগ্রহ করার চেষ্টা করে হাতিটি। খবর পেয়ে এলাকায় গিয়েছেন বন দফতরের কর্মীরা। জানা গিয়েছে, নয়াগ্রামের জঙ্গল থেকে ওই হাতিটি কোনও কারণে সুবর্ণরেখা নদী পেরিয়ে ঢুকে পড়েছে মোহনপুরে। ডিএফও (খড়্গপুর) শিবানন্দ রাম বলেন, ‘‘একটি হাতি ঢুকে পড়েছে, তাড়ানোর চেষ্টা চলছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement