প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
অযোধ্যায় সব আলো কেড়ে নিয়েছে নব্য নির্মিত রামমন্দির। গোটা শহর যখন রামের স্লোগানে মুখরিত, তখন নির্জনে বসে, পুরনো, হারিয়ে যাওয়া অযোধ্যার গল্প শোনাচ্ছেন রামমঙ্গল দাস রামায়ণী। অযোধ্যার পুরনো রামকথা গায়কেরা আর প্রায় কেউই বেঁচে নেই। আছেন রামমঙ্গল দাস। পুরনো রামগানের ধারা মৃতপ্রায়, আক্ষেপের সুর অশীতিপর রামকথা বাচকের গলায়। আর রামের নামে হিংসা? যাঁরা এ সব করেন, তাঁদের ভক্ত বলতে রাজি নন রামায়ণী। শোনালেন তাঁর রামগান।