প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
বেশ কিছু দিন ধরেই উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রী-রাজ্যপাল দ্বৈরথ চলছে। সোমবার সাংবাদিক বৈঠকে শুধু যে সিভি আনন্দ বোসের উদ্দেশে আক্রমণ শানালেন তা-ই নয়, কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিলেন ব্রাত্য বসু। তিনি বলেন, “দায়িত্ব নিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে দেউলিয়া করে দিতে উঠে পড়ে লেগেছেন বাংলার নতুন রাজ্যপাল।” প্রসঙ্গত উঠে আসে বিদায়ী রাজ্যপালের কথাও। শিক্ষামন্ত্রীর বক্তব্য, “আগের রাজ্যপাল ধনখড় আলোচনার টেবিলে বসতেন। আইন নিয়ে তর্কাতর্কি হত। ফাইল চালাচালি হত। বর্তমান রাজ্যপালের সঙ্গে শেষ কথা হয়েছে ফেব্রুয়ারি মাসে।”