ভাষ্য : রিঙ্কি, সম্পাদনা: অসীম
আজ থেকে প্রায় সাড়ে ৩০০ বছর আগে নিজের ক্ষুদ্র সামর্থে কষ্টিয়া গ্রামে একটি পর্ণ কুটির তৈরি করে দুর্গাপুজোর সূচনা করেন সার্থক শিট। কথিত, পুজো শুরু হওয়ার পর ‘দৈব আশীর্বাদ’-এ দ্রুত অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে থাকে সার্থকের। তাঁর জীবদ্দশাতেই শালী নদীর তীরবর্তী প্রায় সাত হাজার বিঘে উর্বর জমি কিনে জমিদারির পত্তন করেন সার্থক। সে সময় দূর-দূরান্তের প্রজারা পুজো দেখতে পুজোর ৪ দিন ধরে ভিড় জমাত কষ্টিয়া গ্রামের দুর্গা মণ্ডপে। সন্ধ্যা নামলেই দুর্গা মণ্ডপে সেজের ঝাড়বাতি লাগিয়ে বসত যাত্রাপালা, রামলীলা ও গানের জলসা। দশমীতে শিট পরিবারের দুর্গাদালানে দিনে যাত্রাপালা ছিল অন্যতম আকর্ষণ। রুজিরুটির টানে অনেকেই গ্রাম ছেড়ে পাড়ি দিয়েছেন অন্যত্র। কিন্তু আজও পুরনো বিধি ও নিয়ম নীতি মেনে শিট পরিবারের প্রাচীন দুর্গা মন্দিরে পূজিতা হয়ে আসছেন দেবী দুর্গা।