কেউ বলছেন, ভিড় আছে, বিক্রি নেই। কেউ জানাচ্ছেন, বাড়ির ছোটদের জন্য যতটুকু না কিনলেই নয়, তাই কিনতে বেরিয়েছেন। আবার কারও দাবি, এত ভিড় তিনি জীবনে দেখেননি। যদিও বিক্রেতারা সমস্বরে বলছেন, এ বার পুজোর বাজারের অবস্থা খুব খারাপ। তার কারণ হিসেবে প্রায় সবাই বলছেন, আর জি কর-কাণ্ড এবং তৎপরবর্তী বিচারের দাবিতে কার্যত কলকাতার পথে নামার কথা। পুজোর বাকি আর মাত্র ক’দিন। বাজারের হাল ফিরবে কি? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।