শুক্রবার বিকেল ৪টেয় শুরু হল এ বারের ‘দুর্গাপূজা কার্নিভাল’। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় এ বছর অংশ নিচ্ছে উত্তর ও দক্ষিণ কলকাতা এবং শহরতলির ৯৬টি পুজো কমিটি। কলকাতা ও শহরতলির বাসিন্দাদের কার্নিভাল শেষে বাড়ি ফেরার জন্য ১৩টি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। কার্নিভাল দেখার পর দর্শকদের বাড়ি ফেরার জন্য কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা মধ্যরাত পর্যন্ত চালু থাকছে।
রেড রোডে কার্নিভালের মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের অন্যান্য মন্ত্রী। অসুস্থতার জন্য গৃহবন্দিত্ব কাটিয়ে প্রায় এক মাস পর এ দিনই আবার প্রকাশ্যে বেরোলেন মমতা। তাঁর পায়ের আঘাতের কারণে কার্নিভালের মূল মঞ্চের উচ্চতা খানিকটা কমানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।