প্রতিবেদন: রিঙ্কি, চিত্রগ্রহণ: অতনু, সম্পাদনা: অসীম
পুজো মানেই দিনরাত ‘প্যান্ডেল হপিং’। দূরের কিংবা কাছের— প্রতিমা দর্শন করতে পথে নামেন লক্ষ লক্ষ মানুষ। এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে পৌঁছতে তাঁদের ভরসা পরিবহণকর্মীরা। কেমন কাটে সেই পরিবহণকর্মীদের পুজো? তাঁরাও কি পরিবার নিয়ে পুজো দেখতে যান? তাঁরা বললেন নিজেদের কথা, শুনল আনন্দবাজার অনলাইন।