ভাষ্য: রিঙ্কি, সম্পাদনা: অসীম, গ্রাফিক: বিজন
৫০০ বছর আগে স্বপ্নাদেশ পেয়ে বড়দেবীর মূর্তি তৈরি করে পুজো শুরু করেন কোচবিহারের মহারাজা। বড়দেবীর পুজোয় নরবলির প্রচলন ছিল। পরবর্তীতে সেই নরবলি বন্ধ হয়ে যায়। নরবলির পরিবর্তে নর রক্ত দিয়ে শুরু হয় পুজো। সেই প্রথা আজও বর্তমান।