নিম্নচাপ ও কটাল— দুইয়ের জেরে বানভাসি দিঘা। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার দাপটে দিঘার সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল তটসংলগ্ন রাস্তায়। সৈকত সরণি পেরিয়ে সমুদ্রের নোনা জলে ডুবে গেল দিঘার রাস্তাঘাট। জল ঢুকেছে অন্তত ৩৫টি হোটেলে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বুধবার গুরুপূর্ণিমার দিন থেকেই সমুদ্রের চেহারা বদলেছে। শুক্রবার তা আরও ভয়াবহ আকার নিয়েছে।