প্রতিবেদন: রিঙ্কি, সম্পাদনা: বিজন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে রহস্যজনক ভাবে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের এক পড়ুয়ার। তার পর থেকেই র্যাগিংয়ের অভিযোগে উত্তাল গোটা রাজ্য। বুধবার সারা দিন বিক্ষোভে প্রতিবাদে উত্তপ্ত ছিল যাদবপুর ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রশাসনিক ভবনে গত ৩ দিন ধরে ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে বাম পড়ুয়াদের সংগঠন আইসা। ক্যাম্পাসেই বিক্ষোভে শামিল হয় এসএফআই সমর্থকেরাও। বুধবার প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনও। অন্য দিকে, ক্যাম্পাসের বাইরে আলাদা আলাদা ভাবে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল ও বিজেপি কর্মীরা।