ধিমালেরা প্রকৃতির উপাসক, তাই নেই কোনও মন্দির বা মূর্তি। প্রকৃতি-ই দেবী,এই বিশ্বাসে আড়াইশো বছর ধরে শিলারূপী দুর্গার পুজো করে আসছেন তাঁরা। আর পাঁচটি পুজোর মতই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে পুজো, কিন্তু তা নিরাকার। দান্তাওরাং,দান্তাবেরাং দুটি শিলা পুজো করেন ধিমালেরা।