সম্পাদনা: বিজন
ডেলিভারি অ্যাপ সংস্থার তথ্য প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে হইচই। রসকিতায় ছয়লাপ হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে এক্স। দক্ষিণ দিল্লির এক খদ্দের এক বছরে অর্ডার করেছেন ৯ হাজার ৯৪০টি কন্ডোম। ঘণ্টা দিনের হিসাব কষলে যা দাঁড়ায়— মাসে কম করে ৮০০টি, দিনে ২৭টি এবং ঘণ্টায় একটিরও বেশি। অনলাইন বিপননে যা সাম্প্রতিক ইতিহাসে বিরলের চেয়েও বিরলতম। ডেলিভারি অ্যাপ সংস্থার এক শীর্ষ পদাধিকারী এক্স হ্যান্ডেলের পোস্টে আরও জানিয়েছেন, তাঁরা এমনও খদ্দের পেয়েছেন যিনি একদিনেই ৮১টি কন্ডোম অর্ডার করেছেন। এই ঘটনা নেটমাধ্যমে হাসির খোরাকি জোগালেও অনেকই আবার মনে করছেন এমন ক্রয় ব্যবসায়িক স্বার্থেও হতে পারে। এমন অবাক করে দেওয়া অর্ডারের তালিকায় রয়েছে আরও অনেক কিছু। যেমন এক খদ্দের বহুল ব্যবহৃত এই ডেলিভারি অ্যাপ সংস্থা থেকে অর্ডার করেছে ৩৮ জোড়া অন্তর্বাস। ঘটনাচক্রে তিনিও দক্ষিণ দিল্লির বাসিন্দা। পাওয়া গিয়েছে এমন এক ক্রেতা, এই অ্যাপ থেকে যিনি বছরে ১৮৩ রঙের লিপস্টিক অর্ডার করেছেন। বিগত এক বছরে এই অ্যাপ থেকে বিক্রি হয়েছে ৮০,০০০ গঙ্গা জলের বোতল। জানলে অবাক হতে পারেন, মাত্র এক বছরে একটি শহর থেকেই কেনা হয়েছে প্রায় ৬৬,০০০ লাইটার। এই শহর দিল্লি সংলগ্ন নয়ডা।