দূষণের চূড়ান্ত মাত্রায় দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী রাজধানী কার্যত পরিণত হয়েছে ‘গ্যাস চেম্বারে’। দূষণের মাত্রা ৫০০ ছুঁই ছুঁই! ওয়াজ়িরপুর, দ্বারকা, অশোক বিহার, নিউ মোতিবাগ, রোহিণী, লোধি রোড, জওহরলাল নেহরু স্টেডিয়াম সংলগ্ন চত্বর, নেহরু নগর, সোনিয়া বিহার কার্যত ধোঁয়ায় ঢেকেছে। মাত্রাতিরিক্ত যানবাহনের কারণেই বিষাক্ত হয়ে উঠছে দিল্লি, অভিযোগ রাজধানীবাসীর। শ্বাসকষ্ট, চোখ দিয়ে সারাক্ষণ জল পড়া, চোখে জ্বালা— বিবিধ সমস্যায় আক্রান্ত দিল্লিবাসী। দূষণের কারণে দু’দিন সরকারি এবং বেসরকারি প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে, দেশের রাজধানীর এই বিষাক্ত অবস্থার জন্য কেজরিওয়ালের নীতিকেই দুষছেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। তাঁর দাবি, দূষণের কারণেই দিল্লি বসবাসকারী মানুষের গড় আয়ু ১২ বছর পর্যন্ত কমছে।